বিএন‌পি নির্বাচ‌নে না আস‌লে অপূর্ণতা থে‌কে যা‌বে : সিইসি

News News

Desk

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
ছবি : এন আমিন রাসেল

অনলাইন ডেস্ক : সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিএন‌পি নির্বাচ‌নে না আস‌লে অপূর্ণতা থে‌কে যা‌বে। নির্বাচন অংশগ্রহনমূলক হ‌বে না। সরকারও আন্ত‌রিক বিএন‌পি‌কে নির্বাচ‌নে আন‌তে।

বিএন‌পি নির্বাচ‌নে না আস‌লে অপূর্ণতা থে‌কে যা‌বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শে‌ষে এ মন্তব্য করেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিএন‌পি নির্বাচ‌নে না আস‌লে অপূর্ণতা থে‌কে যা‌বে। নির্বাচন অংশগ্রহনমূলক হ‌বে না। সরকারও আন্ত‌রিক বিএন‌পি‌কে নির্বাচ‌নে আন‌তে।

কোনো দল‌কে কমিশন জোর ক‌রে নির্বাচ‌নে আন‌তে পারবে না জানিয়ে সিইসি আরও বলেন, ‘বিএন‌পি‌কে আমরা সংলা‌পে বসার আহবান জা‌নি‌য়ে‌ছিলাম। তারা আসেননি। আমা‌দের ওপর অনাস্থা র‌য়ে‌ছে বিএন‌পির, সরকা‌রের ওপরও অনাস্থা র‌য়ে‌ছে। বিএন‌পির যে নির্বাচ‌নে আসা প্রয়োজন সেটা কিন্তু সরকারও বল‌ছে। আমরা চাই নির্বাচ‌নে সবাই অংশগ্রহণ করুক।

ভারত আর বাংলাদেশের ইভিএম মে‌শিন এক নয় উল্লেখ করে সিইসি বলেন, ‘ভার‌তের মে‌শি‌নে আঙু‌লের ছা‌পের প্রয়োজন হয় না। এতে একজ‌নের ভোট অন‌্যজন দি‌তে পা‌রে। ত‌বে আমা‌দের মে‌শি‌নে সেই সু‌যোগ নেই। ইভিএম ভা‌লো না খারাপ সেটা আমি বল‌বো না। আমা‌দের ইভিএমে ভোট না দি‌য়ে ফি‌রে গে‌ছে এমন কো‌নো ঘটনা নেই।

এমন হ‌তে পা‌রে যে আঙু‌লের ছাপ না মেলায় দে‌রি হ‌চ্ছে বা মে‌শিন স্লো কাজ কর‌ছে। এখন যে ইভিএম আছে তা‌তে ৫০/৬০‌টি আস‌ন ভোটগ্রহণ হতে পারবে। সরকার ইভিএম নি‌য়ে পরীক্ষা- নিরীক্ষা কর‌ছে। এখন পর্যন্ত ইভিএম নি‌য়ে আমরা তেমন কো‌নো অভিযোগ পাইনি।

বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,

রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।

সূত্র : এন বি নিউজ


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড