বিদেশি প্রভাব অভ্যন্তরীণ ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না : পররাষ্ট্রমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি প্রভাব কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র জাতীয় নির্বাচন অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রকে সরকার সফল হতে দেবে না।

রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের গুমের ঘটনার ভুল তথ্য উপস্থাপন করায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে একই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণ ভোটেই ঠিক করবে বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করতে পেরেছে কি-না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সূচনা বক্তব্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রচারণার বিপক্ষে পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমান সরকারের কাছে মানবাধিকার সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন