‘গণমানুষের কথা বলতে চেয়েছি, থামিয়ে দেওয়া হয়েছে’ : রুমিন ফারহানা

News News

Desk

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

অনলাইন ডেস্ক : সংসদ থেকে নিজের পদত্যাগের কারণ তুলে ধরে বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা বলেছেন, সংসদে যতটুকু জায়গা আছে, ততটুকু কাজে লাগাব; সেই চেষ্টা করেছি।

আপনারা দেখেছেন, কীভাবে আমরা দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয়নি। যখন গণমানুষের কথা বলতে চেয়েছি, থামিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এ কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের গুম, খুন বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন, প্রকাশ্য লুটপাট সবকিছুর প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, একাদশ জাতীয় সংসদের মেয়াদ এক বছর বাকি থাকতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বলে কোনো দল বাংলাদেশে নেই। তারা টিকে আছে পুলিশ, প্রশাসন ও আমলা দিয়ে। সাধারণ মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে বহু আগে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ ও ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

সূত্র : দেশ রূপান্তর