রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

News News

Desk

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

অনলাইন ডেস্ক : আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গণসমাবেশ কাল শুরু হওয়ার কথা থাকলেও গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বিকেল থেকে বিএনপি নেতাকর্মীরা শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ১০ ডিসেম্বর বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সমাবেশের জন্য বিএনপিকে দেয়া পূর্বের ২৬টি শর্ত বহাল থাকবে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন