বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২ ছবি : সাজ্জাদ হোসেন রিদয় অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গণগ্রেফতার ও গুলিতে একজন নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা (দক্ষিণ) বিএনপির যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, সদস্য সাইফুল আহসান বিপু, জেলা (দক্ষিন) বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ বাধাগ্রস্থ করতে কেন্দ্রীয় বিএনপির কার্যালয় পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপির বিএনপির সমাবেশকে ঘিরে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES রাজনীতি বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড