নতুন বছর দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না: পরিকল্পনামন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

অনলাইন ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নতুন বছর দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না, নতুন বছর ভালো হবে। কারণ সারা দেশে এই মুহূর্তে সোনালী ফসলে ভরপুর।

তিনি বলেন, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ, মাংসের অভাব নেই। সুতরাং নতুন বছর দেশে কোনো চাপ থাকবে না।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জে ‘১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের মূল কথা একটিই। পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে রেখেছেন।

তিনি বলেন, আগামী পাঁচ বছর আমাদের কাজ করতে হবে। বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী-সুন্দর ফসল হয়।

মন্ত্রী বলেন, যেহেতু মানুষ বেশি, মাঝে মাঝে বন্যা দেখা দিলে বিপাকে পড়তে হয়। আমাদের সঠিকভাবে পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম