লিটনের পর সাকিবকেও হারিয়ে চাপে বাংলাদেশ News News Desk প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২ অনলাইন ডেস্ক : লিটন দাসের পর সাকিব আল হাসানের উইকেটও হারাল বাংলাদেশ। ফলে ভারতের দেওয়া লক্ষ্য তাড়ায় কিছুটা চাপে পড়ল স্বাগতিক দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ১৮৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিকরা। ২৪তম ওভারে সাকিব ফেরায় ৯৫ রানে ৪ উইকেট হারাল তারা। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শান্ত (০) বিদায় নেন। দিপক চাহারের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। দশম ওভারের প্রথম বলে দলীয় ২৬ রানে ফেরেন বিজয়। মোহাম্মদ সিরাজের শিকার হওয়ার আগে ২৯ বলে ১৪ রান করেন তিনি । এরপর সাকিব ও লিটন ৬১ বলে ৪৮ রানের জুটি গড়েন। ২০তম ওভারে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর সাকিবের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। সাকিব ফেরার পর মুশফিকের সঙ্গে জুটি বেঁধেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে টস হেরে ব্যাট করতে ৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এ ছাড়া শ্রেয়াস আইয়ার ২৪ ও ওয়াসিংটন সুন্দর ১৯ রান করেন। সাকিব ৫ উইকেট শিকার করেন। ইবাদত নেন ৪ উইকেট। অন্য উইকেটটি মেহেদী হাসান মিরাজের। সূত্র : দেশ রূপান্তর SHARES খেলাধুলা বিষয়: