রাজশাহীতে এবার সিএনজি’র ধর্মঘট News News Desk প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২ অনলাইন ডেস্ক : রাজশাহীতে দুই দিন ধরে চলছে বাস ধর্মঘট। এবার নতুন করে শুরু হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘট। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সড়কে ধর্মঘট শুরু করে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার মালিকরা। মালিক ও চালকেরা বলছেন, অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে তারা এই ধর্মঘট শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সিএনজি টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু বলেন, সরকার বৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা আমদানি করে। সেই সিএনজি বিক্রি করে সরকার লাভও করে। তবে আমাদের লাইসেন্স পেতে কেন ভোগান্তি হবে? প্রধান প্রধান মহাসড়ক বাদে আমাদের তো সব সড়কেই চলাচলে অনুমতি আছে। তবে কেন হয়রানি করা হবে? আমরা আমাদের লাইসেন্স ও হয়রানি মুক্তির দাবিতে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছি। তিনি আরও বলেন বলেন, বিএনপির সমাবেশের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা আমাদের দাবি আদায়ের জন্যই এই ধর্মঘট ডেকেছি। বাস মালিকরা বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে যেসব দাবিতে ধর্মঘট শুরু করেছে তার অন্যতম হলো মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা। এ বিষয়ে ভুলু বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক কিছু নাই। আমরা আমাদের যৌক্তিক দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছি। এদিকে, বাস বন্ধের পর সিএনজিচালিত অটোরিকশার ওপরেই ছিলো যাত্রীদের ভরসা। শহরের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও উপজেলা পর্যায়ে বা আশপাশের জেলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিলো সিএনজি। শুক্রবার সকাল থেকে সেই পরিবহনও বন্ধ থাকায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে রাজশাহী। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: