ষাটোর্ধ্বরা করোনা টিকার চতুর্থ ডোজ পাবেন : স্বাস্থ্যমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

অনলাইন ডেস্ক : ষাট এবং তার চেয়ে বেশি বয়সীদেরকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্টকে টিকা আছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। টেকনিক্যাল কমিটিও টিকার চতুর্থ ডোজ পরিচালনা পরিকল্পনাকে সমর্থন দিয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন-জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম। দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম। তবে আমরা একটি মৃত্যুও চাই না।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী কোভিড টিকার দ্বিতীয় এবং বুস্টার ডোজসহ ১২ বছর বা তার বেশি বয়সী ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

সূত্র : দেশ রূপান্তর