অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন ও সিদ্ধান্ত গ্রহণে জিএম কাদেরের নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) রুলসহ এ আদেশ দেন।
আদেশের ফলে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্বপালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন