১৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

News News

Desk

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান তুহিন জানান, ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত করে ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন