আমাদের চিনির কোনও অভাব নেই : শিল্পমন্ত্রী News News Desk প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের চিনির কোনও অভাব নেই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে আরও ১ লাখ টন চিনি এনে রাখতে। শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। শিল্পমন্ত্রী বলেন, আমাদের পরিসংখ্যান বলছে, পর্যাপ্ত চিনি মজুদ আছে এবং আগামী রমজান পর্যন্ত এই মজুদ পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে। মন্ত্রী এদিন ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কল কারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। সভায় রাজশাহীর ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: