আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

News News

Desk

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

অনলাইন ডেস্ক : ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে আসামিদের ছিনিয়ে নেয়া হয়।

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আদালত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক থেকে জানানো হয়েছে, আসামিদের ধরার জন্য যেকোনোভাবে সবার থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।

এক্ষেত্রে কেউ যদি তাদের সন্ধান বা অন্য কোনোভাবে ধরতে সহযোগিতা করে তাহলে তাদের পুরস্কার হিসাবে ১০ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

সূত্র : দেশ রূপান্তর