দেশের মানুষের আয় বেড়েছে : কৃষিমন্ত্রী News News Desk প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া, সুশীলেরা দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। করোনার ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায় তারা। দেশ-বিদেশের অনেকের সাথেই সাক্ষাৎ করে সুনিশ্চিত হয়েই বলতে পারি, সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপির সময়ে আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন। তা এখন ১ কোটিরও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাকসবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গীকার রেখেছে। আব্দুর রাজ্জাক আরও বলেন, `কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সবসময়ই সংগ্রাম করছে। দেশ এতোই উন্নত হয়েছে যে, ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মো. আবদুস সবুর বলেন, ‘কৃষি কৌশলের প্রকৌশলীদের কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষিতে উন্নয়ন করা শুরু করেছেন। মাছ, আম, শাকসবজি উৎপাদন করার ক্ষেত্রে বিশ্বে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। সামনের যেকোনো খাদ্য ঘাটতি মোকাবিলায় আধুনিক যন্ত্রকৌশল ব্যবহারে প্রকৌশলীরা এগিয়ে আসবেন।’ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাে. নুরুল হুদা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার মাে. আবদুস সামাদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মাে. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আস্তর্জাতিক) ইঞ্জিনিয়ার মােহাম্মদ হােসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মাে. নজরুল ইসলাম। আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মাে. মোয়াজ্জেম হুসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্পাদক মিছবাহুজ্জামান চন্দনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাে. শাহাদাৎ হােসেন (শীবলু)। উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, কৃষি কৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শেখ, ড. মো. কামরুজ্জামান মিলন, ঢাকা সেন্টারের সম্পাদক খায়রুল বাসার, তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অর্থনৈতিক বিষয়: