দিল্লিতেই থাকছেন মুস্তাফিজ

News News

Desk

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (১৫ নভেম্বর) আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর রেখে দেওয়া ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল। সেখানে নিজের দলের রেখে দেওয়া ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করে দিল্লি।

ফ্রাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যাটার শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের অলরাউন্ডার টিম সেইফার্টকে। দলে রাখা হয়নি অশ্বিন হেবার, শ্রীকার ভারত ও মানদিপ সিংকেও।

দলে রেখে দেওয়া হয়েছে-মুস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া,

কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, সরফরাজ খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।
আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী বছরের ২৩ মার্চ, যা চলবে ২৮ মে পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন