কাল ফরিদপুরে বিএনপির গণসমাবেশ, চলছে পরিবহন ধর্মঘট

News News

Desk

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

অনলাইন ডেস্ক : ফরিদপুরে বিএনপির আগামীকালের গণসমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ হাইস্কুল মাঠ এখন বিএনপির নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত।

বুধবার (৯ নভেম্বর) রাত থেকেই বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা ছুটে আসছেন সমাবেশস্থলে। সমাবেশস্থলে আসার পথে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে নেতা-কর্মীদের এমন অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বিএনপির তরফ থেকে নেতা-কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীকালের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুর ২টায় মহাসমাবেশ শুরু হবে বলে জানিয়েছে বিএনপি।

এদিকে, বিএনপির সমাবেশকে সামনে রেখে ২দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে ফরিদপুর থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোন যানবাহন চলছেনা। যানবাহন না চলায় ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন