হুমকি ধমকি দিয়ে আর কোনো কাজ হবে না : ড. মোশাররফ News News Desk প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২ অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হুমকি ধমকি দিয়ে আর কোনো কাজ হবে না, আপনাদের সময় শেষ। ইন শা আল্লাহ পতন আমরাই দেখে যাব। আমাদের জনগণই সেটা করবে। শুধু সমাবেশ সফল করেই শেষ করবে না জনগণ। বুধবার (৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিপ্লব ও সংহিত দিবস’ উপলক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এই সরকারের বিদায়ের আন্দোলনে এবং আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালনায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। ড. মোশাররফ হোসেন বলেন, এখনো সরকারের পদত্যাগ আন্দোলন শুরু করিনি। অথচ সমাবেশগুলোতে দেখছেন সরকার এদেশের জনগণকে শান্তিপূর্ণ সমাবেশে কিভাবে বাধার সৃষ্টি করছে। ঢাকার সমাবেশেও বাধার সৃষ্টি করবে। অতীতে যেভাবে সাঁতার কেটে, পায়ে হেঁটে এসে জনগণ সমাবেশ সফল করেছে আগামী সমাবেশগুলোও সেভাবে সফল করবে ইন শা আল্লাহ। তিনি বলেন, আমাদের এই কর্মসূচিকেই সরকার ভয় পেয়েছে। বুঝতে পারছেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে সরকার কতটা ভয় পায়। সুতরাং যতই তারা হুমকি ধমকি দিক না কেন কোনো কাজ হবে না। সাধারণ জনগণ আজ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আজকে গণতন্ত্র নেই, দেশের অর্থনীতি ধ্বংসের কিনারায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গরিব মানুষ অনাহারে-অর্ধাহারে থাকছে, মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে যাচ্ছে। ৪২ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। কোনো স্বৈরাচারী সরকার কখনো স্বেচ্ছায় বিদায় নেয়নি। অতীতে ইতিহাস রয়েছে। তাই আজকে জনগণ প্রস্তুত হচ্ছে এদের বিদায় দিতে। তিনি জানান, এই সরকার গত ১৪ বছরে আমাদের নেতাকর্মীদের মধ্য থেকে ৬০০ জনকে গুম করেছে। এক হাজারের অধিক নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: