পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

News News

Desk

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে রাইদা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল এবং কামরুল হুদা নামে দু’জন নিহত হয়েছেন। তারা দু’জন পিকআপের চালক ও আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, বাস ও পিকআপের সংঘর্ষে রাসেল ও কামরুল গুরুতর আহত হন।

দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট শ্যামপুর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

বাচ্চু মিয়া আরও জানান, নিহত একজনের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা গেছে তার নাম কামরুল হুদা (২৬), পিতার নাম গোলাম মোস্তফা। বাড়ি নোয়াখালির সেনবাগ উপজেলায়।

আরেকজনের পকেটে থাকা কাবিননামা থেকে জানা গেছে তার নাম রাসেল (৩০), পিতা মুকুল মোল্লা। বাড়ি বরিশাল বানাড়িপাড়া উপজেলার বলোহাট গ্রামে।

সূত্র : দেশ রূপান্তর