কুমিল্লার চান্দিনায় অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

News News

Desk

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের ৩ জনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত পরে জানানো হবে।

সূত্র : দেশ রূপান্তর