২০৬ রানের পাহাড়সম লক্ষ্য বাংলাদেশের সামনে News News Desk প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : দাপুটে ব্যাটিংয়ে আসরের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন রাইলি রুশো। কুইন্টন ডি কককে নিয়ে গড়লেন রেকর্ড জুটি। বাংলাদেশের বোলারদের রীতিমতো হতাশায় পুড়িয়ে দক্ষিণ আফ্রিকা পেল পাহাড় পুঁজি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২০৬ রান করতে হবে সাকিব আল হাসানদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে দলটি। রুশো ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। ৭ চার ও ৮ ছক্কায় সাজান নিজের ইনিংস। ডি কক ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৬৩ রান। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৬৮ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সর্বোচ্চ জুটি। প্রথম ওভারেই টেম্বা বাভুমার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আনন্দে মাতিয়ে ছিলেন তাসকিন আহমেদ। তবে পরের গল্পটা রুশো আর ডি ককের। আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দশ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৯৬। উইকেটের দুই প্রান্তে পাল্লা দিয়ে রান করে গেছেন দুজন। শেষ ৫ ওভার অবশ্য বাংলাদেশ প্রতিপক্ষের রান তোলার গতিতে লাগাম দিতে পারে। না হলে প্রোটিয়াদের স্কোর হতে পারতো আরও বেশি। ৮৮ রানে একবার জীবন পান রুশো। ১৪তম ওভারে তাসকিন আহমেদের বলে থার্ডম্যানে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি হাসান মাহমুদ। ডি কক ও রুশো মিলে তাসকিনের ওই ওভারটায় ২৩ রান তুলেন। পরের ওভারে ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন আফিফ। তবে রুশো থামেন সেঞ্চুরি নিয়ে। বাংলাদেশের সব বোলারই হাত খুলে রান বিলিয়েছেন। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন বাদে বাকি সবার ইকোনোমি আটের ওপরে। তাসকিন আহমেদ ৩ ওভারে ১ উইকেট তুলে নিতে খরচ করেছেন ৪৬ রান। উইকেট সংখ্যার দিক থেকে ৩ ওভারে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল সাকিব। তবে ৩৩ রান খরচ করেছেন তিনি। সূত্র : দেম রুপান্তর SHARES খেলাধুলা বিষয়: