বরিশালের গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ: সেলিমা রহমান News News Desk প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২ অনলাইন ডেস্ক : আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র গণসমাবেশকে সরকার পতনের সমাবেশে পরিণত করার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বরিশালের সমাবেশ ঘিরে খুলনার পুনরাবৃত্তির বিষয়ে সরকারকে সতর্ক করেছেন তিনি। গণসমাবেশ বাস্তবায়নের লক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বরিশাল কলেজ রোডের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে বরিশাল বিভাগীয় বিএনপির নেতাদের সাথে এক প্রস্তুতি সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলের যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ড্যাব সভাপতি ডা. প্রফেসর এজেডএম জাহিদ হোসেন এবং সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সভায় অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপি মিডিয়া সেলের প্রধান এম. জহির উদ্দিন স্বপন, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কাজী রওনোকুল ইসলাম টিপুু, নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় বরিশাল মহানগর ও ৭ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: