করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ২১৬

News News

Desk

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে গত এক দিনে শনাক্ত নতুন রোগীর সংখ্যা আরও কিছুটা কমেছে, এই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবরও আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করে ২১৬ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৮২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪১১ জন।

গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১২৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

সূত্র : দেশ রূপান্তর