সুদূরপ্রসারী পরিকল্পনায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে : ফখরুল News News Desk প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সুদূরপ্রসারী চিন্তা করে তাদের ঘোষণা অনুযায়ী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে নীলনকশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে। রবিবার (১৬ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামে একটি সংগঠন এর আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে। সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্রিটিশ, পাকিস্তান আমলের দুঃশাসনকে আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে। কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেখানে পৌঁছেছে তাতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। সংবিধান কোনো বাইবেল নয়, এটি মানুষের জন্য। আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সংগঠনের নেতারা অংশ নেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: