রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশমাইল বিটিসি এলাকার বকুলের ইটভাটায় কর্মরত ৫ শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়ছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার ছেলে নাজমুল(১৮), ইদিলপু ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম(২০), আল আমিনের ছেলে শাহাদত(২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বারের ছেলে জলিল (৪০)।

আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

সূত্র : দেশ রূপান্তর