ভয়ের রাজত্ব শেষ হয়ে গেছে : রিজভী News News Desk প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২ অনলাইন ডেস্ক : পাল্টা আক্রমণের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে আলোচনা সভায় এ মন্তব্য করেন রিজভী। সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, আপনাদের গুলির আঘাতে হয়তো আমাদের শোকের মিছিল আরও দীর্ঘ হতে পারে। কিন্তু আমরা ভয় পাই না। আপনারা গুলি করেন আর ভাবছেন যে আমরা ভয় পেয়ে গেছি। ভয়ের দিন চলে গেছে। আর কোনো ধরনের হুমকি, গুলি করে জনগণকে ভয়ের রাজত্বের মধ্যে রাখতে পারবেন না। ভয়ের রাজত্ব শেষ হয়ে গেছে। রিজভী আরও বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যে কর্মসূচি চলছে, সে কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরের কর্মসূচি শুরু করার সময় পুলিশ বেপোরোয়াভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত ও অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। বিএনপির এ নেতা বলেন, আজ জনপদের পর জনপদে রক্ত ঝরছে। রক্ত ঝরছে রহিমের, শাওনের, নূরে আলমের তখন এ সমস্ত মানবাধিকারকর্মীদের মুখ থেকে একটা শব্দ বের হয় না। অথচ বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিলেন এগুলো চলে আসছে বিএনপির আমল থেকে। বিএনপি মিথ্যা তথ্য দিচ্ছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কী নিম্ন শ্রেণির মানুষ? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না তাদের ভাবখানা এ রকমই। তারা ফ্যাসিবাদের পূজা করবে। এর প্রতিবাদ করা যাবে না। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, প্রচার সম্পাদক সাংবাদিক রাশেদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকদলের কেন্দ্রীয় নেতা আব্দুলাহ আল নাইম। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: