করোনা : দেশে মৃত্যু ৩, শনাক্ত ৩৬৭

News News

Desk

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয় ৩৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ।

রোববার (৯ অক্টোবর) দেশে করোনা শনাক্তের হার ছিল ৯.৯৪ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৮১ জন ঢাকা বিভাগের, ১৮ জন ময়মনসিংহ, ৫১ জন চট্টগ্রাম, চারজন রাজশাহী, একজন খুলনা, ছয়জন বরিশাল ও ছয়জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩০ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৪ জন।

সূত্র : দেশ রূপান্তর