ডেঙ্গু : দেশে মৃত্যু ১, নতুন ভর্তি ৩৩৪

News News

Desk

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

অনলাইন ডেস্ক : ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে ৬৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৪৮ জনে।

রবিবার (৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪১ জন এবং ঢাকার বাইরে ৯৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৮ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৬৫ জন এবং ঢাকার বাইরে ৫৮৩ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২০ হাজার ৫৬৯জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ১৮ হাজার ১৫৩ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : দেশ রূপান্তর