পুলিশকে নিরপেক্ষ আচরণের নির্দেশ সিইসির News News Desk প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২ অনলাইন ডেস্ক : দলীয় কর্মীর মতো নয়, পুলিশকে নিরপেক্ষ আচরণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ৬১ জেলার ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গে সভায় তিনি এমন নির্দেশনা দেন। সিইসি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করার নির্দেশনা দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাই নিরপেক্ষ থেকে আপনারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কঠোরভাবে দায়িত্ব-সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বিষয়ে আপনাদের কর্ম ও আচরণে এমন কিছুর প্রতিফলন হবে না যাতে জনগণ ভাবতে পারে যে আপনারা কোনো একটি দলের পক্ষে কাজ করছেন। এসময় তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন সুষ্ঠ হয় না। তাই আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। ডিসি-এসপিদের সংবিধান, আইন ও বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালনের পরামর্শ দিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করবেন। যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা রক্ষা করে নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখবেন। জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে সহায়ক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: