করোনা : দেশে মৃত্যু ১, শনাক্ত ৪১০ News News Desk প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২ অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন, সেরে উঠেছেন ৫৮৪ জন। দেশে মাঝে কয়েকদিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পাঁচশ ছাড়ালেও তা ফের কমে এসেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন কোভিড রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৫ অক্টোবর) ৫৪৯ জন এবং মঙ্গলবার (৪ অক্টোবর) ৬৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৪১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ। সূত্র : দেশ রপান্তর SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড