সম্প্রীতিতে বাংলাদেশ একটি রোল মডেল: খাদ্যমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

অনলাইন ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতিতে বাংলাদেশ একটি রোল মডেল।

আর এ রোল মডেল নিয়েই আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মজুমদার বাড়ি শিবপুর বারোয়ারি দুর্গা মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে চলছে। এদেশের ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। মাত্র এক শতাংশ মানুষ সাম্প্রদায়িক, যারা মাঝে মধ্যে ঝামেলা করে।

এ কারণে অসাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে- এটা আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এ বছর দর্শনার্থী বেড়েছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

খাদ‍্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ‍্য তুলে ধরে বলেন, এ অঞ্চলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী।

শিবপুরে পাশাপাশি স্থানে আমি প্রথমে মসজিদ ও পরে মন্দির নির্মাণ করেছি। যাতে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম