
অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন