পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ২৪ জনের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশত। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

বেশির ভাগই শিশু ও নারী লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের মতো বরদ্বেশ^রী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়।

মূলত এই ধর্মসভায় যোগ দিতে নৌকাযোগে অপর পাড়ে যাচ্ছিলেন লোকজন। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতারে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যায়।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, তিনি করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ঘটনাস্থলে ছুটে যান।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা নারী ও শিশু মিলে ২৪ জন নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে।

সূত্র : দেশ রূপান্তর