মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওনের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন (২৬) মারা গেছেন। মাথায় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন বলে বিএনপি দাবি করে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।

রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, সন্ধ্যার পর শাওন মারা গেছেন। আমরা হাসপাতালে যাচ্ছি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুর খবরে মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না-আহজারিতে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানান, রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় শাওনের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আইসিইউর কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির।

তিনি জানান, ২৩ নম্বর বেডে ভর্তি ছিলেন শাওন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।

শাওনের ছোট ভাই সোহানুর রহমান সোহান জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম ছোয়া আলী ভূইয়া। পেশায় শাওন মিশুক (অটোরিকশা) চালক ছিলেন।

পাশাপাশি মীরকাদিম পৌরসভার যুবদলের কর্মী ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে শাওন ছিলেন বড়। স্ত্রী সাদিয়া আক্তার ও এক বছরের ছেলে আবরারকে নিয়ে গ্রামে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আহত অবস্থায় শাওনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওন (২৬)।

এদের মধ্যে জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তারেক চিকিৎসা নিয়ে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় শাওনকে জরুরী বিভাগের আইসিইউতে রাখা হয়।

আহত শাওনের বন্ধু নাহিদ খান জানান, যাত্রী নিয়ে সমাবেশে গিয়েছিলেন শাওন। তখন আহত হয়েছেন। শাওনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা জানতে পেরেছি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন শাওন।

সূত্র : দেশ রূপান্তর