বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন, তার অসংখ্য প্রমাণ রয়েছে : শেখ পরশ

News News

Desk

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী সংগঠন, তার অসংখ্য প্রমাণ রয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াত জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে চাইলে আওয়ামী লীগ ও যুবলীগ জানে, এই কুচক্রী মহলকে কীভাবে রাজপথে মোকাবিলা করতে হয়।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকবেন। বিএনপি-জামায়াতের কৌশলই হচ্ছে, আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু রাজপথে আমরা ছেড়ে দেব না।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন