ছাদখোলা বাসে সাফজয়ী নারী ফুটবলাররা News News Desk প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২ অনলাইন ডেস্ক : ছাদখোলা বাসে করে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (২১ সেপ্টেম্বর) ১ টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনা খাতুনরা। বিমানবন্দর থেকে কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণি হয়ে হাতের বায়ে চলে যাবে ছাদ খোলা বাসটি। এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে যাব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে নারী ফুটবলারদের বহনকারী বাসটি। তাদের সঙ্গে রয়েছে মিডিয়া, নিরাপত্তা বাহিনীসহ আরও কতো উৎসুক মানুষ। রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের। বাসের ছাদে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করছেন। এর আগে, সাফজয়ী দলের খেলোয়াড়রা ঢাকায় পৌঁছালে তাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মেয়েদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং কেক খাওয়ান। সূত্র : দেশ রূপান্তর SHARES খেলাধুলা বিষয়: