ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানায় নতুন ওসি News News Desk প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়। ডিএমপি হেডকোয়াটার্সের এক আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানার ওসি, বিমানবন্দর থানার ওসি ফরমান আলীকে গুলশান থানার ওসি, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানার ওসি ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES জাতীয় বিষয়: