দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না : জিএম কাদের

News News

Desk

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : যত প্রভাবশালীই হোক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর নাট্য মঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্ধেক মানুষ দরিদ্র, নিত্য পণ্যের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। মুদ্রাস্ফীতি বন্ধে সরকারের উদ্যোগ নেই, দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। প্রকল্প হাতে নিলেই টাকা পাচারের দরজা খুলে যায়।

জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, সমাজের ক্ষমতাশালীরা নানাভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সোচ্চার হতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।

সূত্র : দেশ রূপান্তর