করোনা : দেশে মৃত্যু ১, শনাক্ত ৪০২

News News

Desk

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে মৃত্যু হয়েছে একজনের।

দেড় মাস পর গত তিনদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা চারশোর উপরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২১৭ জন করোনা রোগী সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।

সূত্র : দেশ রূপান্তর