আজ থেকে দেশের বাজারে সোনার ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকা

News News

Desk

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

অনলাাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৮৪ হাজার ৫৬৪ টাকা।

গতকাল পর্যন্ত এই মানের সোনার ভরি ছিল ৮৩ হাজার ২৮১ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। একই ভাবে ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ২২৫ টাকা বেড়ে দাম হয়েছে ৮০ হাজার ৭১৫ টাকা। গতকাল দাম ছিল ৭৯ হাজার ৪৯০ টাকা।

১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৯ হাজার ১৬৮ টাকা। আগে দাম ছিল ৬৮ হাজার ১১৮ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ১ হাজার ১৬৭ টাকা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৩৮৭ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত দাম ছিল ৫৬ হাজার ২২০ টাকা। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সূত্র : দেশ রূপান্তর