যুক্তরাজ্যের রানি’র মৃত্যুতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক মিনিট নীরবতা News News Desk প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ এ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: