বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে: ইসি

News News

Desk

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। তবে কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি।

নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান থাকবে। নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

সোমবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের মাঠে ভারসাম্য তৈরি হয়। বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। তবে বিএনপি’র যদি কোনো রাজনৈতিক কৌশল থাকে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ করার এখতিয়ার নেই।

সিইসি বলেন, অনেকের সন্দেহ অবিশ্বাস থাকতে পারে তবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কমফোর্টেবল। নির্বাচন কমিশন সর্বোচ্চ দেড়শটি আসনে ইভিএম-এ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এটি সম্ভব হবে কিনা তা নির্ভর করবে ইভিএম সংগ্রহ করার উপর। কারণ এই মেশিনের যন্ত্রাংশ আসবে বিদেশ থেকে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন