রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত অর্ধশত News News Desk প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২ অনলাইন ডেস্ক : রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাসের হেলপারসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত বাসযাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) গত রাত ১২টার পরে রংপুর–দিনাজপুর মহাসড়কে ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সাতজনকে নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ। তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দু’জনের পরিচয় মিলেছে একজনের নাম জীবন অন্যজনের নাম ধনঞ্জয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: