পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত News News Desk প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২ অনলাইন ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ঝড়ো ইংনিংসে ভর করে ১৮১ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৮২ রা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। টস হেরে মাঠে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। অধিনায়িক রোহিত ১৬ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৮ রান করে হারিস রউফের বলে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর রাহুলও বেশিদূর যেতে পারেননি। পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৮ রান। দুই ওপেনার বিদায় নেওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন কোহলি। অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব (১৩) ও ঋষভ পন্থ (১৪) দ্রুত বিদায় নেন। এরপর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া রানের খাতা খোলার আগেই পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে ফেরেন। তবে বিরাট ঠিকই রানের চাকা সচল রাখেন। হাসনাইনের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দেখা পান টানা দ্বিতীয় ফিফটির; বল খেলেছেন ৩৪টি। কোহলি ফিফটির দেখা পেলেও পরের ওভারেই ফের উইকেট হারায় ভারত। এবার নাসিম শাহর বলে দীপক হুদা (১৬) তুলে মারতে গিয়ে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন হারিস। প্রথম বলটি ওয়াইড হলেও পরের ৩ বলে কোনো রান নিতে পারেননি কোহলি। চতুর্থ বলে ডাবল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজানো তার ৬০ রানের ইনিংসটি ভারতীয় ইনিংসের প্রাণ। শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে বাকি কাজ সারেন রবি বিষ্ণুই। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাদাব খান। ৩১ রানে এই লেগির শিকার ২ উইকেট। আর নাসিম, হাসনাইন, হারিস ও নওয়াজ পেয়েছেন ১টি করে উইকেট। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড