খালেদা জিয়ার চিকিৎসা আপাতত বাসায় : ডা. জাহিদ

News News

Desk

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতিদ্রুত মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট সেন্টারে নেয়া প্রয়োজন।

হাসপাতালে রেখে তার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড বাসায় নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

একইসঙ্গে, দেশের লিভার বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘লিভার সিরোসিস লিভার পচে যাওয়ার কারণে নয় লিভার ঠিকভাবে কাজ না করার কারণে হয়। বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাসের কারণে লিভারে সমস্যা হয়। কারো কারো ফ্যাটি লিভার হয়। চিকিৎসকরা বলছেন এক কথা আর কেউ কেউ চেয়ারে বসে ভিন্ন কথা বলেন।

দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা অতি দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন। লিভার ট্রান্সপ্ল্যান্ট দেশে হয় না। কারণ খালেদা জিয়ার অন্যান্য সমস্যা যেমনঃ হার্ট, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিলতা রয়েছে।

ডা. জাহিদ বলেন, ‘আমাদের রাষ্ট্রপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়ে থাকেন। দেশে সর্বোচ্চ চিকিৎসা থাকলে ওনারা তো বিদেশে যেতেন না।

খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, একজন নারী মুক্তিযোদ্ধা। তার অধিকার আছে উন্নত চিকিৎসা নেয়ার।

তিনি বলেন, ‘যে কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় নেয়া হয়েছে। বাসায় সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন চেয়ারপারসন।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

প্রসঙ্গত, ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর পাঁচ দিন পর ২৮ আগস্ট ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বুধবার সন্ধ্যায় বাসায় ফিরলেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

সূত্র : দেশ রূপান্তর