সিলেটে ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট News News Desk প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : ‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা। রবিবার (২৮ আগস্ট) সিলেটে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আলী আকবর রাজন। পরিবহন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। দাবিগুলো আদায়ের লক্ষ্যে প্রথমে তারা আগামী ৮ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করবে। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। এরপরে তারা ১৩ সেপ্টেম্বর ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করবেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: