ডিজেলের আমদানি শুল্ক ১১.২৫ শতাংশ কমেছে News News Desk প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২ অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিজেলের আমদানি শুল্ক ১১ দশমিক ২৫ শতাংশ কমিয়েছে। এতে ডিজেল আমদানিতে মোট শুল্ক ৩৪ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৫ শতাংশ হবে। রোববার (২৮ আগস্ট) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে। এনবিআর রোববার (২৮ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানাল। এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : দেশ রূপান্তর SHARES অর্থনৈতিক বিষয়: