চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ News News Desk প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিয়ে শনিবার (২৭ আগস্ট) বিকালে গণভবনে বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাগান মালিকদের ১৯ জন প্রতিনিধি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা বাগান মালিকদের বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: