প্রতি শুক্রবার বন্ধ থাকবে ডিএনসিসির যানবাহন

News News

Desk

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব কর্মকর্তার অনুকূলে বরাদ্দ ও দাপ্তরিক কাজে নিয়োজিত সব যানবাহন প্রতি শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি কার্যকর করতে ডিএনসিসির পরিবহন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। ডিএনসিসির কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অত্যাবশ্যকীয় জরুরি সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এ আদেশের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসি’র প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়।

সেই আদেশে বলা হয়, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে (১ ঘণ্টা এসি চালু রাখা ও ১ ঘণ্টা এসি বন্ধ রাখা)।

বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন