বরিশাল মহানগর যুবদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার News News Desk প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর যুবদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (১৭ আগস্ট) গঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল সাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে ওই ৫ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। ক্ষমা পাওয়া ৫ নেতার রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে পরবর্তীতে তাদের স্ব-পদে বহালের বিষয়ে বিবেচনা করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES রাজনীতি বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড