আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৭৮০৪ কোটি টাকা

News News

Desk

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ৮১ কোটি ৩০ লাখ (৮১৩ মিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে।

দেশীয় মুদ্রায় এর পরিমাণ সাত হাজার ৮০৪ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাস আয়ের পরিমাণ ২৪৩ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সদ্যঃসমাপ্ত জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। জুলাইয়ে তার আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড